হাইমচরে জেলেদের নিয়ে জাটকা রক্ষায় সচেতনতামূলক সভা

চাঁদপুর: ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম বাস্তবায়ন ও জাটকা রক্ষায় চাঁদপুরের হাইমচরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নের শাহেবগঞ্জ বাজারে এই সচেতনতা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলফিকার আলি জুলহাস সরকার এর সভাপতিত্বে ও হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান।

আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহাজাহান বেপারী, সুলতান মাঝি, সাইফুল ইসলাম দেওয়ান, বাচ্চু হাওলাদার, সৈয়দ হাওলাদার, ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্দোক্তা মোঃ সবুজ মিয়া।

এসময় শতাধিক জেলে ও মৎস্যজীবির মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয়।

বক্তারা নিষিদ্ধ সময়ে নদীত জাটকাসহ সবধরনের মাছ ধরতে জেলেদেরকে নিষেধ করেন। তারা বলেন, সরকারের মৎস্য সম্পদ বৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।
ফম/এমএমএ/