গণতন্ত্রকে বিশ্বাস করে না বলেই বিএনপি নির্বাচনে আসতে চায় না

মতলব উত্তরে শীতবস্ত্র বিতরণকালে মায়া চৌধুরী

চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর পক্ষ থেকে অসহায় গরীব মানুষের মাঝে চার হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর মায়া চৌধুরী নিজ বাসভবনে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বক্তব্যে বলেন, নির্বাচনকে বানচাল করতে গেলে সে যত বড় দলই হোক কিংবা যে-ই হোক, তাকে আমরা রাজপথে মোকাবিলা করব। এটাই আমাদের অঙ্গীকার। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গণতন্ত্রকে বিশ্বাস করে না বলেই দলটি নির্বাচনে আসতে চায় না।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন দীপু চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চার হাজার অসহায় মানুষের মধ্যে কম্বল দেয়া হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম