চাঁদপুর শহরের পুরান বাজার ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চাঁদপুরের শহরের পুরান বাজার ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, লোহারপুল পুরান বাজার ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সবুজ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ১ হাজার টাকা, মৃধা ট্রেডার্স এর মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা, মডার্ন ডেন্টাল কেয়ার মেয়াদোত্তীর্ণ ঔষুধ এবং সেবা মূল্য তালিকা না থাকায় ১০হাজার টাকাসহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম