হাজীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বিদ্যালয়ের নিম্নমানের কাজ রক্ষা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা একটি বিদ্যালয়ের দেয়াল নির্মাণ কাজে মান রক্ষা করা হয়নি এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম। তাঁর হস্তক্ষেপে ঠিকাদার ওই নিম্নমানের কাজ বাস্তবায়ন করতে পারেননি।

রবিবার (২৬ জুন) দুপুরে বাকিলা এলাকার সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল নির্মাণ কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে। মোবাইল ফোনে স্থানীয়দের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেন।

এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসিয়াল ফেজবুকে লিখেন “ভরদুপুরে চাঁদপুর থেকে ফিরছিলাম। অচেনা নাম্বার থেকে ফোন আসলো নির্মানকাজের অভিযোগ নিয়ে। গাড়ি ঘুরিয়ে সাথে সাথেই রওনা হলাম স্পটে। বাকিলার সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল নির্মানের কাজ। স্পষ্ট বুঝা যাচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে গুণগত মান ঠিক রাখা হয়নি.. । নানান ব্যাখ্যা ঠিকাদারের, তবে কোনটাই কাজের ক্ষেত্রে আপোষের জন্য যুক্তিযুক্ত না। একটাই সমাধান, যেখানেই নিম্নমানের কাজ, পুরোটা ভেঙে আবারো পুনঃনির্মান। তবেই মিলবে রক্ষা..”

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম