হাইমচরে ৩ ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা, একটিকে জরিমানা

ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে চাঁদপুরের হাইমচর উপজেলা সদরে অনুমোদন না থাকায় ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা ও নবায়ন না থাকায় একটিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ মে) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী।

তাঁকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মামুন রায়হান।

আরও পড়ুন>>কচুয়ায় ৪ হাসপাতাল সীলগালা, ৩ ডায়াগনষ্টিককে জরিমানা

নিবন্ধন না থাকা সিলগালা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার ও রীমটাচ ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টার এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয় নিউ প্যান্যাসীয়া ডায়াগনস্টিক সেন্টারকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াই হলা চৌধুরী বলেন, অনুমোদন ও লাাইয়েন্সবিহীন প্যাথলজিগুলোকে সিলগালা করা হয়েছে। লাইসেন্স নবায়ন না থাকায় আরেক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন>>তলব উত্তরে ৩টি ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টার বন্ধ, ১ টি সিলগালা

ভ্রাম্যমান আদালত পরিচালনায় আরো সহযোগিতা করেন হাইমচর থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম