রাজরাজেশ্বরে ঈদ পুনর্মিলনীতে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আলাউদ্দিন বেপারী বাড়ীর প্রবীণ নবীনদের নিয়ে ঈদ পুনর্মিলনী মেঘনা নদীর পশ্চিমে অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলাউদ্দিন বেপারীর নাম ঘোষণা করা হয়।

বুধবার (১৯ জুন) ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার হানিফ বেপারীর বাড়িতে এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেপারী বংশের প্রবীণ নবীনগন উপস্থিত হন। এ সময় তারা ঈদ পুনর্মিলনী শেষে একটি সিদ্ধান্ত উপনিত হয়, রাজরাজেশ^র ইউনিয়নের যখন মামলা শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে রাজরাজেশ^র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আলাউদ্দিন বেপারীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন, মামলা ঝটিলতা শেষে নির্বাচন কমিশনার যখন নির্বাচন তফসিল ঘোষনা করবেন, সে সময় আলাউদ্দিন বেপারী বেপারী বংশ থেকে প্রার্থী থাকবেন।

রাজরাজেশ্বর ইউনিয়নের তৃনমূলের মানুষের দাবির প্রেক্ষিতেই বেপারী বংশের সকলে একমত পোষন করে আলাউদ্দিন বেপারীকে প্রার্থীতা ঘোষণা করেন।

এ সময় রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী খলিলুর রহমান বেপারী, মোঃ আলী হোসেন বেপারী, সিরাজ বেপারী, মাস্টার জহিরুল ইসলাম বেপারী,আলী আহমদ বেপারী, জাকির হোসেন বেপারী, বেপারী মোস্তফা, দেলোয়ার হোসেন মুন্না, রহম আলী বেপারী, মালেক বেপারী, মোস্তফা বেপারীসহ বেপারী বংশের প্রবীণ নবীণগন উপস্থিত ছিলেন। বেপারী বংশের সকলে সিদ্ধান্ত নেয়ায় আলাউদ্দিন বেপারী তার প্রতিক্রিয়ায় ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ফম/এমএমএ/