চাঁদপুর: চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। ৪ আগস্ট বৃহস্পতিবার দিনগত রাত ৩ টায় তিনি হৃদক্রিয়া বন্ধ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। শুক্রবার বাদ জুমা পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদের সামনে নতুন রাস্তায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন, পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল। জানাজা পূর্বক মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, মরহুমের বড় ছেলে জেলা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম ভুইয়া।
এদিকে ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর গভীর শোক জানিয়েছেন।