ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার উত্তর কেরোয়া এলাকায় বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
সোমবার (১৭ নভেম্বর) ফরিদগঞ্জ পৌরসভার উত্তর কেরোয়া জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ, সাধারন মানুষের মাঝে গনসংযোগ ও পথসভা করেন তিনি।
মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী তিনি তার বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক সমাজ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। আপনাদের সমর্থন ও সহযোগিতা থাকলে ফরিদগঞ্জকে শিক্ষায়, স্বাস্থ্যসেবায় ও অবকাঠামোগত উন্নয়নে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব। আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিয়ে সমাজ ও দেশের মঙ্গলের জন্য কাজ করবেন।
দেশের চলমান সংকট মোকাবিলায় শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, পৌরসভা শাখার আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী ফখরুল ইসলাম, কেরোয়ার জামায়াত নেতা সালেহ আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ফম/এমএমএ/

