‘ব্যক্তিগত সম্পর্ক যাই হোক, খেলার সময় দ্বন্দ্ব নেই’

সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না কেনো, দেশের হয়ে খেলার সময় নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তামিম ইকবাল বলেন, দলের মধ্যে গ্রুপিং আগেও ছিলো না, এখনো নেই। সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন, সেটা বড়ো বিষয় নয়। যখন দেশের জন্য খেলি, তখন ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব থাকে না।

আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ক্রীড়াভিত্তিক অনলাইন ক্রিকবাজে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে সম্পর্ক ভালো নেই।

ফম/এমএমএ/

স্পোর্টস ডেস্ক | ফোকাস মোহনা.কম