চাঁদপুর: ৫১তম মহান বিজয় দিবসে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ বার তোফধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।
নারীদের নিয়ে গঠিত উদ্যোক্তা সংগঠন ‘আমরা আলোকিত নারী’ এর পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট জেসমিন আক্তার জুঁই এর সার্বিক নির্দেশনায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীলুফার রহমান নীলা, জেনারেল সেক্রেটারি সোনিয়া রহমান, জয়েন্ট সেক্রেটারি আমেনা বারি মৌসুমি, সোস্যাল এডমিন মুসরাত মুন্নি, সদস্য গাজী ইসরাত জাহান আলো প্রমূখ।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষন ও বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়।
ফম/এমএমএ/