বালিয়া ইউনিয়নে উপজেলা সমাজ সেবা অফিসের কমিউনিটি ডায়ালগ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নে কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে বালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্ল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসাসের ফিল্ড সুপারভাইজার রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার শফিকুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী হযরত আলী, ইলিয়াছ গাজী, রিমা বেগম, বালিয়া ইউপি সচিব তাসলিমা আক্তারসহ ওয়ার্ড সদস্য, শিক্ষক, সমাজ সেবক বক্তব্য রাখেন।

এ সময় বালিয়ার ইউনিয়নের রাজনীতিবিদ, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে বক্তরা আলোচনা করেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদ একত্রে কাজ করলে দ্রুত সরকারে ভিষন বাস্তবায়ন হবে বলে আশা ব্যাক্ত করেন।
ফম/এমএমএ/