ফরিদগঞ্জ (চাঁদপুর): সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ নিছিদ্র নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, ফরিদগঞ্জ সেনাক্যাাম্প, দায়িত্বপ্রাপ্ত সকল সরকারি কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থা, ফরিদগঞ্জ ও কামতা পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ সকলে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস ও সদস্য সচিব প্রবীর চক্রবর্তীসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল সদস্যবৃৃন্দ।
তাঁরা এক বিবৃতিতে বলেন, পূজার শুরু থেকে শেষ পর্যন্ত এবং বিসর্জন সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রশংসনীয়। উপজেলার ২২টি পূজা মণ্ডপের গিয়ে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় মন্ডপ কমিটি নির্বিঘ্নে পূজার কাজ সম্পন্ন করতে পেরেছেন।
ফম/এমএমএ/