চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কাউনিয়া ওয়াই এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান, ফ্রেন্ডশিপ ওপেন স্কাউট গ্রুপ ঢাকার সম্পাদক মো. সরোয়ার হোসেন।
আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
ফম/এমএমএ/