পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের ইলিশ সম্পদকে রক্ষা করতে হবে

চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের পরবর্তী মূল্যায়ন কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

তিনি বক্তব্যে বলেন, অনিবন্ধিত জেলেরা যারা তালিকার বাহিরে রয়েছেন, তাদেরকে নিবন্ধিত করে দেয়ার জন্যে অনুরোধ রইলো। এছাড়াও যারা অনেকে জেলে ছিলো কিন্তু এখন অনেকেই জীবিত নেই বা এই পেশায় নেই, তালিকা প্রস্তুতকালে এই বিষয়টি নজর রাখতে হবে।

এডিএম বলেন, যেকোন কিছুর গবেষণা দেশকে এগিয়ে নিতে সহায়তা করে। তাই বেশি করে ইলিশের গবেষণা করা দরকার। চাঁদপুরবাসীর নিজের ভালো নিজেকেই বিঝতে হবে। ইলিশ নিধন প্রতিরোধে জনপ্রতিনিধিদের অনেক বড় ভূমিকা রয়েছে। উপকারভোগীরা অনুবাদন করতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের ইলিশ সম্পদকে রক্ষা করতে হবে।

জেলা মৎস কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহিউদ্দিন, নৌ-পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আখেরী নাঈমা মৎস বনিক এর সভাপতি মো. আব্দুল বারী জমাদার, জেলা আওয়ামী মৎসজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিক প্রমূখ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম