চাঁদপুর: নারায়নগঞ্জ প্রেসিডেন্ট কাপ লন টেনিস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চাঁদপুর ক্লাবের লন টেনিস দল। শুক্রবার বিকেলে নারায়নগঞ্জ ক্লাব মাঠে অনুষ্ঠিত ৩৫ থেকে ৪৫ বছর বয়সী এবং ৪৫ থেকে ৫৫ বছর বয়সীদের দুটি খেলাই চাঁদপুর অংশ নেয় মুন্সিগঞ্জ ক্লাবের সাথে।
নারায়নগঞ্জ ক্লাবের আয়োজনে ৩৫ থেকে ৪৫ বছর বয়সীদের খেলায় মুন্সিগঞ্জের সাথে ৮-৫ সেটে জয়লাভ করে জেলা সুপার ও সিরাজুল ইসলাম জুটি । আর ৪৫ থেকে ৫৫ বছর বয়সীদের খেলায় একই দলের সাথে ৮-৪ সেটে জয়লাভ করে চাঁদপুর ক্লাবের খেলোয়াড় ফারুক মৃধা ও বশির আহমেদ রিপন জুটি। আর এ জয়ের ফলে চাঁদপুরের দুটি দলই টুর্নামেন্টের ২য় রাউন্ড (সেমিফাইনালে ) খেলার সুযোগ পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, নারায়নগঞ্জের এই ভেন্যুতে দেশের ১৮ টি ক্লাব এ টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এ খেলায় ৩৫ থেকে ৪৫, ৪৫ থেকে ৫৫ এবং ৫৫ বছরের উদ্ধে লন টেনিস খেলোয়াড়রা অংশ নিয়েছে। চাঁদপুর ক্লাবের হয়ে প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়রা হলেন-ফারুক মৃধা, জেল সুপার মাইনুদ্দিন, সিরাজুল ইসলাম, বশির আহমেদ রিপন, বাবুল শেখ ও সফিউদ্দিন আহমেদ।
ফম/এমএমএ/চৌইই/