‘জামায়াত সরকার গঠন করলে নারীদের সকল অধিকার নিশ্চিত করবে’

চাঁদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন।

রবিবার  (১৬ নভেম্বর) বিকেলে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে মাওলানা আলী আকবর কাজীর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জামায়াত সরকার গঠন করলে নারীদের সকল অধিকার নিশ্চিত করবে। দেশের প্রতিটি মানুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য। অন্যায়–দুর্নীতি বন্ধ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন,জনগণের ভোটে সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবো। উন্নয়ন শুধু কথায় নয়- গ্রাম থেকে শহর, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেবা পৌঁছে দেয়ার মধ্য দিয়েই তা বাস্তবায়ন করতে হবে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সাবেক সেক্রেটারি মাওলানা আলী আকবর।

হাইমচর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসাইন,সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান, হাইমচর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফিজ আহমদ সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

বাদশা ভুঁইয়া | ফোকাস মোহনা.কম