চাঁদপুর সদর উপজেলায় পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নির্মান শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুর:  চাঁদপুরে ৫ম পর্যায়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত “নির্মাণ শ্রমিকদের (রাজ মিস্ত্রি, রড মিস্ত্রি, রং মিস্ত্রি ও ইলেকট্রিক মিস্ত্রি) পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

আরো বক্তব্য রাখেন উপজেলা যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, ভাইস চেয়ারম্যান, উপজেলা যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটির সদস্য সচিব ও সদর এর  উপজেলা প্রকৌশলী এ, এস, এম রাশেদুর রহমান প্রমূখ।

৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে ১ম ব্যাচে ৪০ জন রাজ মিস্ত্রি অংশগ্রহণ করেন।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম