চাঁদপুরে নারগিস রিভার ভিউ রিসোর্ট পার্কের অনুমোদন

চাঁদপুর: চাঁদপুরে বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে আরো একটি বৃহৎ ট্যুরিজম প্রজেক্ট। চাঁদপুর হাজীগঞ্জের কৃতিসন্তান অস্টেলিয়া প্রবাসী জাকির হোসেন প্রধানিয়ার উদ্যোগে নারগিস রিভার ভিউ রিসোর্ট পার্ক নামে এই ট্যুরিজম প্রজেক্টের উদ্যোগ নেয়া হয়। অচিরেই যার কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

ইতোমধ্যে চাঁদপুর পৌরসভার কর্তৃপক্ষের কাছ থেকে নারগিস রিভার ভিউ রিসোর্স পার্ক নামে এই ট্যুরিজম প্রোজেক্টের অনুমোদন পত্র বা লাইসেন্স গ্রহণ করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উদ্যোগক্তার হাতে এই অনুমোদন পত্র তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান ।

এসময় উপস্থিত ছিলেন, বেসরকারি ট্যুরিজম প্রজেক্ট ‘নারগিস রিভার ভিউ রিসোর্স পার্ক’ এর ডিরেক্টর মো. আওলাদ হোসেন, পরিচালক মো. মানিক হোসেন প্রধানিয়া, সমন্বয়কারী হারুন অর রশীদ, দৈনিক মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক রোটারিয়ান ডাক্তার মাসুদ হাসান  ওপৌর কাউন্সিলর হাবিবুর রহমান দর্জী প্রমুখ।

নারগিস রিভার ভিউ রিসোর্ট পার্ক’ প্রতিনিধিরা জানান, অস্টেলিয়া প্রবাসী চাঁদপুর হাজীগঞ্জের কৃতিসন্তান জাকির হোসেন প্রধানিয়ার ব্যাক্তিগত উদ্যোগে এবং বেসরকারিভাবে এই ট্যুরিজম প্রজেক্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে উন্নত প্রযুক্তির প্রাইভেট থিম পার্ক, উন্নত সুযোগ-সুবিধাসম্ভলিত দৃষ্টিনন্দ রিসোর্ট এবং নান্দনিক একটি চিড়িয়াখানা গড়ে তোলা হবে। যা কেবলমাত্র চাঁদপুরবাসী কেই নয়, দেশ-বিদেশের ভ্রমণ পিপাসু মানুষদের আকৃষ্ট করতে সক্ষম হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম