চাঁদপুরের খেলাধুলাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি : মোহসীন উদ্দিন

চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ মোহসীন উদ্দিনের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার   (১২ নভেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার অফিস প্রাঙ্গণে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

বিদায় বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমি ব্যক্তিগতভাবে ক্রীড়াঙ্গনের মানুষ। খেলাধুলা আমার নেশা ও ভালোবাসা। সবসময়ই চেয়েছি চাঁদপুরের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলতে, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে।

তিনি আরও বলেন, যখন ক্রীড়া সংস্থায় কাজ শুরু করি, তখন কোনো অর্থ ছিল না। কিন্তু কিছু উদ্যমী ক্রীড়াবিদকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে শুরু করি। স্টেডিয়াম সংলগ্ন দোকানগুলোকে শৃঙ্খলায় এনেছি, মাঠ প্রস্তুত করেছি, খেলোয়াড়দের তৈরি করেছি এবং সর্বোপরি চাঁদপুরের খেলাধুলাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি।

জুলাই মাসের পরের সময়টাকে তিনি চ্যালেঞ্জিং উল্লেখ করে বলেন, একটি ঘোলাটে পরিবেশের মধ্য দিয়েও আমরা খেলাধুলার প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেছি। সাঁতার প্রতিযোগিতা, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ নানা উদ্যোগ নিয়েছি। মাঠ ও খেলোয়াড়দের আমরা খেলার উপযোগী করে তুলেছি।

খেলাধুলার প্রতি নিজের গভীর অনুরাগের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, খেলাধুলায় আমার আন্তরিকতা ও উৎসাহ ছিল সবসময়। আশা করি, ক্রীড়া কমিটির সদস্য, কোচ, সংগঠক ও সংশ্লিষ্ট সবাই চাঁদপুরের খেলাধুলাকে আরও সমৃদ্ধ করবেন।

তিনি আরও নির্দেশনা দেন, জেলা স্টেডিয়ামে পেশাদার ক্রীড়াবিদ ও সংগঠক ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। এটি হবে শুধুমাত্র ক্রীড়াবিদদের অনুশীলন ও প্রতিযোগিতার স্থান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান শফিকুজ্জামান, জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী,জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সালাহউদ্দিন,ক্রীড়া সংগঠক ডি এম শাহজাহান, ক্রীড়া সংগঠক তমাল কুমার ঘোষ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক ফয়সাল আহমেদ বাহার, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হাসান আল যায়েদ রিফাই, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ আনোয়ার হোসেন মানিক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ মনির হোসেন বাবুল এবং জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী দিলীপ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ আফাজ উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য, বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা।

ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম