।। মোহাম্মদ ইমাদ উদ্দীন।। জীবন সমস্যাকে ইসলামী দর্শন ও মূল্যমানের দৃষ্টিকোণ হতে সমাধান করতে হলে যে ধরনের সমাজ সংস্কারের দিকে মানুষের দৃষ্টি আকৃষ্ট হতে হবে তার সন্ধান ইসলামী সাহিত্যে মিলবে। এ হিসেবে সাহিত্য শুধু সমস্যারই আলােচনা করবে না, সমাধানেরও পথ নির্দেশ করবে।
যে সাহিত্য ইসলামী জীবন দর্শন ও ইসলামী মূল্যবােধ দ্বারা নিয়ন্ত্রিত হবে তা-ই ইসলামী সাহিত্য। সাহিত্য চর্চার ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো, সাহিত্যের মধ্যে নগ্নতা, বেহায়াপনা বা তাওহিদ বিশ্বাসকে আঘাত জাতীয় কিছু না থাকে, তাহলে সেই লেখা জায়েজ। এর বিপরীত হলে জায়েজ নেই।
ইসলামী সাহিত্যকে মানুষের মাঝে পৌঁছে দিতে ইসলামী সাহিত্য পত্রিকা অগ্রণী ভূমিকা রাখবে। ইসলামী সাহিত্য প্রচারে লিখনিসমূহ যুগ যুগ, শতাব্দীকাল আলোর পথ দেখাবে জনসমাজে। যা ইসলাম প্রচারের অন্যতম খেদমত। ইসলামী সাহিত্য সম্প্রচার করার জন্য রাসূল (সা) উৎসাহিত করেছেন। হাদীস শরীফে এসেছ, ‘হযরত ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত , তিনি বলেন, আমি রাসূল (সা) কে বলতে শুনেছি, আল্লাহ তা’আলা মুখমন্ডল উজ্জ্বল করুন সেই ব্যক্তির, যে আমাদের থেকে কিছু শুনবে, অতঃপর যেভাবে শুনেছে সেভাবেই অপরের কাছে পৌঁছে দিবে। কেননা, যার কাছে পৌঁছানো হয় সে অনেক সময় শ্রোতার চেয়ে অধিক সংরক্ষণকারী হয়’ -(আবু দাউদ, তিরমিজি, ইবনে হিব্বান)। তাই অপরের কাছে ইসলামের বাণীসমূহ পৌঁছে দেয়ার অন্যতম মাধ্যম হল ইসলামী সাহিত্য পত্রিকা।
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও ইসলামী পত্রিকা, সাহিত্য, ম্যাগাজিন খুবই কম। বিশ্বের সু-প্রাচীন জনপদ সমূহের একটি হিসেবে ঐতিহাসিক ও ভৌগলিকভাবে প্রমাণিত ও স্বীকৃত এবং বাংলার বাবে ইসলাম বা ইসলামের দ্বার হিসাবে খ্যাত চট্টগ্রামে বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা দরবারে বেশ কিছু মাসিক ইসলামী পত্রিকা বর্তমান সময়ে প্রকাশিত হচ্ছে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম :
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক প্রকাশিত “মাসিক দা’ওয়াহ” পত্রিকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনন্য। পত্রিকার সম্পাদক এবং স্বপ্ন দ্রষ্টা, দাওয়াহ্ বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ডক্টর মুহাম্মাদ আমিনুল হক।
বায়তুশ শরফ আদর্শ কামিল (এমএ) মাদরাসা:
চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার অন্তর্গত ধনিয়ালাপাড়ায় এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী সাহিত্য চর্চার জন্য “দ্বীন দুনিয়া” নামে দু’টি ইসলামী মাসিক পত্রিকা নিয়মিত বের হয়।
জনপ্রিয় পাঠক নন্দিত “মাসিক দ্বীন দুনিয়া” ইসলামী পত্রিকাটি সহীহ দ্বীন ও ত্বরিকত চর্চার প্রাণকেন্দ্র বায়তুশ শরফ, চট্টগ্রাম থেকে নিয়মিত প্রকাশিত হয়। মননশীল ইসলামী পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা শাহ আবদুল জব্বার রাহ. এবং আল্লামা শাহ কুতুবউদ্দিন রাহ. ছিলেন পৃষ্ঠপোষক। পত্রিকাটি প্রথম প্রকাশকাল জুন ১৯৮০ ঈসায়ী মোতাবেক শাবান ১৪০০ হিজরি। প্রথম সম্পাদক – আলহাজ্ব এ, কে, মাহমুদুল হক রাহ.।
“মাসিক শিশু কিশোর দ্বীন দুনিয়া” আল্লামা শাহ আবদুল জব্বার রাহ. এর স্বপ্নের বাস্তবায়ন ও শাহ মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন রাহ. এর পৃষ্ঠপোষকতা এবং এ, কে, মাহমুদুল হক রাহ. কে সম্পাদক করে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়। বর্তমানে দু’টির সম্পাদকের দায়িত্ব পালন করছেন অধ্যাপক জাফর উল্লাহ।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল (এমএ) মাদরাসা :
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ) ১৯৭৬ এর ১৬ ডিসেম্বর তারিখে বাংলা ভাষায় সুন্নিয়াত ভিত্তিক সাহিত্য প্রকাশনার উপর গুরুত্বারোপ করে মাসিক ‘তরজুমান এ আহলে সুন্নাত’ প্রকাশের নির্দেশ দেন এবং জানুয়ারি ১৯৭৭ থেকে আনজুমান থেকে এ প্রকাশনার যাত্রা শুরু হয়।
আল জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম,হাটহাজারী, চট্টগ্রাম :
আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন কওমি মাদ্রাসা।শাহ আবদুল ওয়াহহাব স্বীয় তত্ত্বাবধানে ১৯৩৪ সাল থেকে সাহিত্যিক আলেম আবুল ফারাহর সম্পাদনায় ইসলাম প্রচার নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতে থাকেন। পরবর্তীতে ১৯৫২ সাল থেকে এটি মাসিক মুঈনুল ইসলাম নামে আরও পূর্ণাঙ্গ অবয়বে প্রকাশনা শুরু করে।পত্রিকাটিতে ইসলামের নামে প্রচলিত নানারকম কুসংস্কার নিয়ে নিয়মিত লেখা থাকে।২০১৪ সালে শাহ আহমদ শফী পত্রিকাটির অনলাইন সংস্করণ উদ্বোধন করেন।
আল জামিয়া আল আরাবিয়া জিরি মাদরাসা, পটিয়া,চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত। বৃহত্তর চট্টগ্রামে এটি দ্বিতীয় প্রাচীন কাওমী মাদরসা। হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদরাসা ১৯০১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর ১৯১০ সালে জিরি মাদরাসা প্রতিষ্ঠা হয়। এটি জিরি নামে প্রসিদ্ধ। বর্তমানে অত্র মাদরাসা হতে প্রকাশিত হচ্ছে (ক) ইসলামি সাহিত্য বিষয়ক বাংলা পত্রিকা “মাসিক আল হাছান” । ( খ ) আন – নূর ( আরবি দেয়ালিকা ) । ( গ ) আল – আবরার (বাংলা দেয়ালিকা ) । ( ঘ ) ধর্ম ও সাহিত্য বিষয়ক আরবি পত্রিকা ‘ আর – রশাদ।
আল জামিয়াতুল আরাবিয়া নাসীরুল ইসলাম, নাজিরহাট,চট্টগ্রাম:
আল জামিয়াতুল আরাবিয়া নাসীরুল ইসলাম, নাজিরহাট যা নাজিরহাট বড় মাদ্রাসা নামে সর্বাধিক পরিচিত, বাংলাদেশের একটি প্রাচীন কওমি মাদ্রাসা। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী সাহিত্য চর্চার জন্য ইসলামী তাহযিব ও তামাদ্দুন পত্রিকা মাসিক দাওয়াতুল হক। এই ইসলামী পত্রিকাটির প্রথম প্রকাশ; মে ১৯৯৩ খ্রিস্টাব্দ। প্রথম সম্পাদক ; মুফতি হাবিবুর রহমান কাছেমী।বর্তমান সংখ্যা ৯৫ (জানুয়ারি – ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত)। বর্তমানে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন মুফতি সরওয়ার কামাল জামান।
আল জামিয়া আল ইসলামিয়া জমীরিয়া কাসেমুল উলুম পটিয়া,চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি প্রতিষ্ঠান। ১৯৭১ সালের জানুয়ারিতে মাসিক আত তাওহীদ প্রতিষ্ঠা করেন হাজী মুহাম্মদ ইউনুস।বর্তমানে এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন । বালাগুশ শরক নামে মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ’র সম্পাদনায় একটি আরবি সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা প্রকাশিত হয় । তাছাড়া পাক্ষিক আল আজিজ (আরবি পত্রিকা), মাসিক অভিযাত্রী (বাংলা দেয়ালিকা), দ্রোহ (ছোট সাময়িকী), আন নাদী (আরবি ও বাংলা দেয়ালিকা), দর্পন (বাংলা দেয়ালিকা), বদর (বাংলা দেয়ালিকা), প্রত্যয় (ছড়া পত্রিকা) প্রকাশিত হয়।
জামি’আ দারুল মা’আরিফ আল ইসলামিয়া চান্দগাঁও, চট্টগ্রাম :
জামেয়া দারুল মা’আরিফ আল্ ইসলামিয়া বাংলাদেশের প্রখ্যাত কওমি শিক্ষা প্রতিষ্ঠান। এটি দারুল মা’আরিফ নামেও জনপ্রিয় এবং পরিচিত। মাদ্রাসাটি চট্টগ্রামের বদ্দারহাটের হাজীরপুলে অবস্থিত। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী সাহেব “মাসিক আল হক” নামে ইসলামী গবেষণা ও সাহিত্য বিষয়ক পত্রিকা প্রতিষ্ঠা করেন। ডিসেম্বর ২০২২ পর্যন্ত বর্ষ -২৮, সংখ্যা -২০৮। এই ইসলামী পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল। তাছাড়া অত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানার আশ শারক্ব (পাক্ষিক আরবি পত্রিকা) বের হয়।
সাফীর একাডেমি :
সাফীর একাডেমি চট্টগ্রামে অবস্থিত সম্পূর্ণ আরবী ও ইংরেজি মাধ্যমে পরিচালিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। লন্ডনে বসবাসরত বিশিষ্ট ইসলামিক স্কলার ড. আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় মাসিক আস- সাফীর পত্রিকা। এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন ড. আমিনুল হক।
জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা :
দক্ষিণ চট্টগ্রামে অবস্থিত জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। অত্র মাদরাসার অধ্যক্ষ বহু গ্রন্থের প্রণেতা ও বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা মাওলানা আমিনুর রহমান এর সম্পাদনায় “শাফায়াত” নামে একটি অনিয়মিত পত্রিকা প্রকাশিত হতো। উল্লেখ্য তিনি গত ০৬ ডিসেম্বর ২০২২ রাত ০৮.৩০ ঘটিকায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেন।তাছাড়া এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে দেয়ালিকা প্রকাশিত হয়।
তাছাড়া চট্টগ্রামের প্রায় প্রত্যন্ত অঞ্চলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক পত্রিকা বের না হলেও বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে ম্যাগাজিন বের হয়। এমনকি ছাত্র-ছাত্রীদের উদ্যোগে দেয়ালিকা প্রকাশিত হয়।
লেখক : কলামিস্ট।
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।
প্রচার ও প্রকাশনা সচিব, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।