ঘুর্ণিঝড়ে চাঁদপুর দামোদরদী গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে কালবৈশাখী ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত কয়েক মিনিটের ঘুর্ণিঝড় ওই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুতের খুটিসহ ঘরবাড়ি তছনছ করে দেয়।

বুধবার (৪ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষক কেএম খোকন ঘুর্ণিঝড়ের ক্ষতির বিবরণ তার ব্যাক্তি ফেসবুকে তুলে ধরেন।

তিনি লিখেন “মাত্র ৩ থেকে ৪মিনিটের ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি (দামোদরদী) চাঁদপুর সদর আজ সকাল ৬টা৩০মিনিটের সময় বৃষ্টির সাথে হঠাৎ করে মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৪টি বিদ্যুতের খুঁটি বড় একটি গাছ উপরে ফেলে, দামোদরদী মিয়ার বাজারে বেশ কয়েকটি ঘরসহ একটি কাওমি মাদ্রাসার ঘরও ঝড়ে লন্ডবন্ড হয়ে যায়, পূর্ব দামোদরদী গ্রামেও প্রচুর গাছপালা উপরে ফেলে এবং ফসলের মারাত্মক ক্ষতি সাধন করে, তবে আল্লাহ রহমতে কোন প্রানহানি ঘটেনি, এ সময় প্রচন্ড বৃষ্টি, বাতাস ও বিদ্যুৎ চমকানিতে জনমনে প্রচুর আতংকে সৃষ্টি হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম