মতলব উত্তর (চাঁদপুর): যুবঅধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব বলেছেন, গণঅধিকার পরিষদ জোটগতভাবে নির্বাচনে যাবে না। আমরা প্রতিনিধি আসনে এককভাবে প্রার্থী দিব। তবে দল ও দেশের স্বার্থে যদি বিকল্প কিছু করতে তাহলে আমরা সময় সাপেক্ষ অবশ্যই চিন্তা করবো। বুধবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা গণঅধিকার পরিষদ কর্তৃক এক মোটর শোভাযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি।
মর্তুজা মাহবুব আরো বলেন, গণঅধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করে। দেশের মানুষের শান্তির চিন্তা করে। সেই ২০১৮ সাল থেকেই ফ্যাসিষ্টদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেছিল। তাই গণঅধিকার পরিষদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ।
চাঁদপুর-২ আসনে গণ্যধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী বিএম গোলাফ হোসেনের পক্ষে ট্রাক মার্কার প্রচারণার অংশ হিসেবে সুজাতপুর বাজার থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়ে নিশ্চিন্তপুর, বাগানবাড়ি, পাঠান বাজার, ছেংগারচর বাজার, গজরা বাজার সহ গুলো স্থান প্রদক্ষিণ করে।
আরো বক্তব্য রাখেন, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হোসেন, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম মুকুল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুম সরকার, মতলব উত্তর যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শাকিল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক এমএ মমিন, নেয়ামত উল্লাহ, কাউছার মুন্সি, সুমন পাটোয়ারী সহ নেতাকর্মী।
ফম/আরাফাত/এমএমএ/

