আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা

কুমিল্লা : “শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনের আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া (ওকাপের) সুপার ভাইজার মোঃ আজিজুল হক।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপের) সহযোগীয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার সভাপতিত্বে ও ফোরাম লিডার আব্দুল আজিজ সরকার খোকনের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সদস্য সাংবাদিক মো. বাছির উদ্দিন, ফোরাম সদস্য মজিবুর রহমান, খোকন সরকার, বিল্লাল সরকার, আব্দুল আলীম ও লাভলী আক্তার। আলোচনা সভায় অভিবাসী কর্মী ও বিদেশ ফেরত কর্মীরা সরকারের কাছে বিভিন্ন দাবী ও মর্যাদা তুলে ধরেণ।

ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম