৮ মার্চ মতলব উত্তর উপজেলা আ.লীগের বিশেষ আলোচনা সভা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ আলোচনা সভার আহ্বান করা হয়েছে। আসন্ন মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন কেন্দ্র করে আগামী ৮ মার্চ নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা করার লক্ষ্যে এই আলোচনা সভা ডাকা হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এক নোটিশে এমএ কুদ্দুস জানান, মহান স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি।  বাংলাদেশ আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই প্রতিটি স্তরে আওয়ামী লীগের যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যে আসন্ন মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই প্রধানে পক্ষে প্রচারণা করতে হবে এবং নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

তাই আগামী ৮ মার্চ বিকাল ৩ ঘটিকায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বিশেষ আলোচনা সভার আহ্বান করা হয়েছে।

উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও ইউনিয়ন পৌরসভা সহ সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা গেল।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম