
১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল কিশোর কুমার অভিনীত ছবি ‘বেগুনাহ’। বোম্বে হাইকোর্ট সেই সময়ে এই ছবিটি ব্যান করে দিয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল ছবির সব প্রিন্ট নষ্ট করে দেওয়ার। নির্দেশমতো কাজও হয়েছিল। কিন্তু সেই ঘটনার ৬০ বছর পর খুঁজে পাওয়া গেল নিষিদ্ধ সেই ছবির একটি রিল যেটি এখন ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার কাছে।
মুক্তির পর এই ছবি বিতর্কে জড়িয়ে পড়ে যখন প্যারামাউন্ট পিকচার্স আমেরিকা মামলা করে দাবি করে ১৯৫৪ সালে তাদের তৈরি ‘নক অন উড’ ছবির নকল এটি। মামলায় প্যারামাউন্ট পিকচার্স জয়ী হলে বোম্বে হাইকোর্টে ছবির সব প্রিন্ট নষ্ট করে দেওয়ার নির্দেশ দেন।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এন এফ আইয়ের এর ডিরেক্টর প্রকাশ মগদম জানিয়েছেন, ‘বহু মানুষ অনেক বছর ধরে এই ছবির রিল খোঁজার চেষ্টা করে গেছেন। আমাদের সংগ্রহেও যেহেতু ছিল না, আমরাও খোঁজ শুরু করি। এমনভাবে যে পেয়ে যাবো, তা ভাবতেই পারিনি। এ এক অলৌকিক ঘটনা।’
মগদম আরও বলেন, আমাদের কাছে কিশোর কুমারের এই ছবির দুটি ১৬ মিমি রিল আছে। একটি রিল আমাদের হাতে আসে দু’মাস আগে। অন্যটি হাতে পাই গত সপ্তাহে। দ্বিতীয় রিলটিতেই জয়কিষনকে দেখা গিয়েছে। যদিও রিলটির অবস্থা মোটেই ভালো নয়, তবুও গানের দৃশ্য়টি চলছে।
এত বছর পর খুঁজে পাওয়া সেই বিরল ক্লিপে দেখা যাচ্ছে সংগীত পরিচালক জয়কিষন পিয়ানোয় বসে, অভিনেত্রী শাকিলা নাচ করছেন এবং প্লেব্যাকে বাজছে মুকেশের গান ‘অ্যায় পেয়াসে দিল বেজুবান’।
ফম/শাপ/