৫ টাকা অতিরিক্ত মুনাফা, জরিমানা ৫ হাজার

চাঁদপুর: চাঁদপুরে এক হোটেল মালিক ক্রেতার কাছ থেকে একটি স্প্রাইট (পানীয়) এর বোতলের নির্ধারিত মূল্য ছিল ১৫টাকা, কিন্তু তিনি মূল্য নিয়েছেন ২০টাকা। নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অপরাধ।

উক্ত অপরাধে লিখিত অভিযোগ এর পরিপ্রেক্ষিতে বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের শুনানিতে হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরোপিত জরিমানার ২৫% হারে ১ হাজার ২শ’ ৫০ টাকা অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।

জরিমানার ২৫% হারে ১ হাজার ২শ’ ৫০ টাকা চাঁদপুর এর সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ স্যারের মাধ্যমে প্রদান করা হয়েছে।

জনস্বার্থে এমন কার্যক্রম চলমান থাকবে। প্রতারিত হলে প্রমাণসহ লিখিত অভিযোগ করুন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এই ইমেইলে-nccc@dncrp.gov.bd।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম