চাঁদপুর: মাত্র ৫ টাকায় ঈদ নতুন পোশাক। কল্পনায় নয়, বাস্তবেই এমন এক ব্যতিক্রম উৎসবের আয়োজন করেছে চাঁদপুরের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরু সামাজিক সংগঠন।
আসছে ঈদুল ফিতর। এই ঈদকে ঘিরে উৎসবের আমেজ বইছে সবার মনে। সামর্থ্যবানরা ঈদে নিজেদের পোশাক কিনতে পারলেও দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা আর্থিক সংকটের কারণে ঈদে আদরের সন্তানদের নতুন জামা দিতে খুব কষ্ট হয়। তাই এই ঈদে মাত্র পাঁচ টাকায় দুই শতাধিক শিশুকে নতুন জামা কাপড় কিনে নেওয়ার সুযোগ করে দিয়েছে স্বপ্নতরু সামাজিক সংগঠনের।
মঙ্গলবার (৯ এপ্রিল ) সকালে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ এলাকায় স্বপ্নতরু সামাজিক সংগঠনের আয়োজনে ৫ টাকায় ঈদ উৎসব নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে দুই শতাধিক শিশুকে ৫ টাকার বিনিময়ে পছন্দমতো ঈদের জামা কিনতে পেরেছেন। এছাড়াও ঈদ আনন্দ উদযাপন করতে এই দরিদ্র শিশুদের হাতে মেহেদি রংয়ে রাঙ্গিয়ে দিয়েছে স্বপ্নতরু সামাজিক সংগঠনের সদস্যরা।
স্বপ্নতরু সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মিশু সানজিদা বলেন, হতদরিদ্র পরিবারের শিশুরা যেন আর্থিক সংকটে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমাদের এই উদ্যোগ। নিজ নিজ ক্ষেত্র থেকে সবার এগিয়ে আসা উচিত। তাহলে একটি মানুষও আনন্দহীন থাকবে না।
সংগঠনটির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, আমরা চেয়েছি যাতে সুবিধা বঞ্চিত শিশুরা নতুন পোশাক পড়তে পারে। তাদের সন্তানদেরকে ৫ টাকায় ঈদের পোশাক দিতে পারে আমরাও খুশি। আমরা আমাদের সামর্থনর মধ্য থেকে চেষ্টা করছি। প্রতি বছরই আমরা এই উৎসবটি পালন করি। ভবিষ্যতে যাতে আমরা করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া চাই।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফুল ইসলাম বলেন, স্বপ্নতরু সব সময় একটু ব্যতিক্রম কাজ করার চেষ্টা করে। ঈদ মানেই স্পেশাল কিছু। তাই সবার সাথে আনন্দটুকু ভাগাভাগি করতেই তাদের জন্য নতুন পোশাক দেয়া। তারা কোন দানে নয়, টাকার বিনিময়ে পোশাক কিনেছে। সমাজের প্রতিটি শিশু যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মামুনুর রহমান, জুবায়ের আলম, কাউসার আলম, রিয়াজ শাওনসহ অন্যান্য সেচ্ছাসেবীরা।
ফম/এমএমএ/