
এ উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে ইছালে সাওয়াবের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার সন্তানরা মিলে পবিত্র কুরআন খতম দিবেন এবং মরহুমার নাতি হাফেজ মহিবুর রহমান মহিব্বুল্লাহ ওইদিন বাদ ফজর থেকে আছর পর্যন্ত সবিনা খতম করবেন।
এছাড়া সম্মিলিতভাবে বাদ আছর কবর জিয়ারত ও মরহুমার নামের আনোয়ারা-মতিউর মহিলা মাদ্রাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে আপনজন ও প্রিয়জনদের উপস্থিত হতে মরহুমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন মোঃ আবদুর রহমান গাজী।
উল্লেখ্য, মরহুমার স্বামী মরহুম মোঃ মতিউর রহমান গাজী ১৯৯৫ সালের ১৬ এপ্রিল রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হন।
ফম/এমএমএ/