৩ নভেম্বর চাঁদপুরে যুব ইউনিয়নের দ্বিতীয় প্রাথমিক সদস্য সম্মেলন

চাঁদপুর:  ” কর্মসংস্থান সৃষ্টি করে বেকারদের অর্থনৈতিক মুক্তি চাই, দেহ-মনে বিকশিত হতে গ্রাম-শহরে খেলার মাঠ চাই” এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে দ্বিতীয় প্রাথমিক সদস্য সম্মেলন ৩ নভেম্বর,শুক্রবার বিকাল ৩ টায় শহরস্হ সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার আশিকুল ইসলাম জুয়েল।
সম্মেলনে সকল যুবককে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও  কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর হোসেন এবং জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ইয়াছিন।
-প্রেস বিজ্ঞপ্তি।

ফোকাস মোহনা.কম