চাঁদপুর: পবিত্র মাহে রমাদান উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী হচ্ছে-দ্রুটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম গ্রুপের বয়স অনুর্ধ্ব ১৪ বছর (৩০ পারা মুখস্ত থাকতে হবে)। দ্বিতীয় গ্রুপের বয়স অনুর্ধ্ব ৩০ বছর (৩০ পারা মুখস্ত থাকতে হবে)। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জন্ম নিবন্ধন, এক কপি ছবি সাথে আনতে হবে। কোন রেজিষ্ট্রেশন ফি নেই।
প্রতিযোগিতায় পুরস্কার : (ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ) চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ খ্রি. মাহে রমজানে ইফতারের পূর্বে বিজয়ী নিজে উপস্থিত থেকে গ্রহণ করতে হবে।
এই সংক্রান্ত বিষয়ে যোগাযোগ এর নম্বর: ০১৭১০৯৪৭০০৫, ০১৮১৮০৪১২৮৬, ০১৭৪৮৯৩৭২৮২। বিস্তারিত তথ্যের জন্য নম্বর হচ্ছে: ০১৮২৮ ৫৫৮৭২৯। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকাতায় রয়েছে ‘আমান সিম’।
ফম/এমএমএ/