কুমিল্লা: ২৪ ডিসেম্বর শুক্রবার মহেশাঙ্গণ শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘে যৌথ উদ্যোগে পরমপুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯তম বাৎসরিক স্মৃতি তর্পণোৎসব-২০২১ অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে পূর্বাহ্ন ৭টা হতে যথাক্রমে শ্রী শ্রী চণ্ডীপূজা, প্রাতঃকালীন পূজা, তুলসী প্রদান, বাল্যভোগ, পুষ্পাঞ্জলী ও বাল্যভোগের প্রসাদ বিতরণ শেষে কুমিল্লা মহেশাঙ্গণস্থ শ্রীমদ্ভগবদ্ গীতা নিষ্কাম কর্মযোগ শিক্ষালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় গীতাপাঠ।
এরপর শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের উদ্যোগে শিশু কিশোরদের ধর্মীয় বিভিন্ন প্রতিযোগিতামমুলক অনুষ্ঠান শেষে মুরাদনগর দারোরা হতে আগত জয়শ্রী লবকুশ সম্প্রদায়ের কর্ণধার গৌতম সূত্রধর এর পরিবেশনায় রামায়ণ গান শেষে মধ্যাহ্নে রাজভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় মহেশাঙ্গণ শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘে যৌথ আয়োজনে সন্ধ্যারতি কীর্তন শেষে পূর্ণব্রহ্ম লোকনাথ প্রসঙ্গে ধর্মীয় আলোচনাসভা এবং ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে স্থানীয় বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান “শ্রদ্ধাঞ্জলী”।
ওইঅনুষ্ঠানমালার প্রতিটি পর্বে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন- মহেশাঙ্গণ শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/