২০২৪ সালে চাঁদপুরের আলোচিত যত ঘটনা

চাঁদপর: ২০২৪ সালে চাঁদপুরে ঘটে গেছে বেশ কয়েকটি আলোচিত ঘটনা। এরমধ্যে জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যার ঘটনাটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে। তবে অবশেষে অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলাবাহিনী।
মেঘনায় জাহাজের ৭ জনকে কুপিয়ে হত্যা
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে (২৩ ডিসেম্বর) সোমবার খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে ৭ জনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত আকাশ মন্ডল ইরফান।  ২৫ ডিসেম্বর কুমিল্লা র‍্যাব-১১ তাকে বাগেরহাট থেকে গ্রেফতার করে চাঁদপুরের নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মন্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করে বলে জানান। ৩১ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। নিহতরা হলেন- জাহাজের মাস্টার ফরিদপুর জোয়াইর উপজেলার মো. গোলাম কিবরিয়া (৬৫), তার ভাগিনা জাহাজের লস্কর শেখ সবুজ (৩৫), জাহাজের সুকানী নড়াইল লোহাগড়ের আমিনুল মুন্সী (৪০),জাহাজের লস্কর মাগুরার মোহাম্মদপুর এলাকার মো. মাজেদুল ইসলাম (১৭), একই এলাকার লস্কর সজিবুল ইসলাম (২৬), নড়াইল লোহাগড় এলাকার জাহাজের ইঞ্জিন চালক মো. সালাউদ্দিন মোল্লা (৪০) ও মুন্সীগঞ্জ শ্রীনগর থানার জাহাজের বাবুর্চি রানা (২০)। এছাড়া আহত সুকানী মো. জুয়েল ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দর প্রকাশ সেকেন্ড খালাসীর ছেলে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক ও নৌ পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
গনপিটুনিতে চিত্রনায়ক শান্ত খান ও পিতা আলোচিত সেলিম খান নিহত
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান পিটুনিতে নিহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  ৫ আগষ্ট সোমবার বিকেলে বালিয়া ইউনিয়নের বাগাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন শান্ত খান ও সেলিম খান। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে নিজেদের আত্মরক্ষা করতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হন। সেখানেই জনতার পিটুনিতে নিহত হয় সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান। বহু বছর ধরে সেলিম খান চাঁদপুর নৌ-সীমানায় পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়। এসব ঘটনায় তিনি জেল খাটেন। দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। এছাড়া ওই দিন কচুয়ায় থানা পুলিশের এসআই মোঃ মামুনুর রশিদকেও পিটিয়ে হত্যা করে জনতা।
বিয়ে না দেয়ায় মায়ের প্রাণ কেড়ে নিল ছেলে
চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ে না দেওয়ায় ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে।  (২৬ এপ্রিল) শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রানু বেগম (৫৫)। তিনি ঐ এলাকার আতর খাঁনের স্ত্রী। অভিযুক্ত ছেলে রাছেল (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাই তাকে আটক করতে পারেনি পুলিশ।
ফেসবুকে পোস্ট দিয়ে শিশু সন্তানকে নিয়ে ট্রেনে ঝাঁপ গৃহবধুর
চাঁদপুরের হাজীগঞ্জে তালাক দেওয়ার পর স্বামীর কাছ থেকে কোনো সুরাহা পাননি তাহমিনা আক্তার (২৪) নামে এক নারী। পরে দেড় বছর বয়সী শিশুসন্তান আব্দুর রহমানকে নিয়ে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ঐ নারী। (২৪ এপ্রিল) বুধবার বেলা আড়াইটার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ কাজীগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাহমিনা হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের দেওয়াঞ্জি বাগির রফিকুল ইসলামের মেয়ে। তার মুনতাহা (৫) নামে কন্যাসন্তানও রয়েছে।
যুবকের পায়ুপথে ঢুকে যায় ৬ ইঞ্চির ডাব
চাঁদপুরের শাহরাস্তিতে নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে পড়েছেন এক যুবক। (১৩ এপ্রিল) শনিবার দুপুরে উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে হাসপাতালের অপারেশন থিয়েটারে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ঐ ডাব অপসারণ করতে সক্ষম হয়েছেন। হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবক তার পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। পরে এক্স-রে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ঐ ডাবটি বের করতে সক্ষম হয়।
সিলিং ফ্যানে একসঙ্গে ঝুলছিল মা ও দুই মেয়ের মরদেহ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। (৯ এপ্রিল) মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার চরমদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার দুবাই প্রবাসী আরিফ হোসেন রাঢ়ির স্ত্রী সীমা ও তার চার বছরের মেয়ে আরিফা এবং দুই বছরের মেয়ে আরিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম।
শালিস বৈঠকে কিল-ঘুসিতে প্রাণ গেল ইউপি সদস্যের
চাঁদপুরের মতলব উত্তরে পারিবারিক একটি সালিস বৈঠকে সুরুজ আলী প্রধান নামে এক ব্যক্তিকে কিল-ঘুসি মেরে হত্যার অভিযোগ উঠেছে। (১৬ এপ্রিল) মঙ্গলবার দুপুরে ফরাজীকান্দি ইউপির মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্ৰামের কালু প্রধানের ছেলে। তিনি ফরাজিকান্দি ইউপির সাবেক সদস্য। ঘটনার পর কবির হোসেনকে গণধোলাই দেয় স্থানীয়রা। কবিরকে আশঙ্কাজনক অবস্থায় তার স্বজনরা চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে পরিক্ষা-নিরিক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নতুন বউ থানায় কেন বলেই যুবকের কান্ড
চাঁদপুরে কিশোরীকে উদ্ধারের পর স্বামী দাবি করে থানায় গিয়ে পেটে ছুরি চালিয়ে সুজন গাজী নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। (৩ এপ্রিল) মঙ্গলবার রাত ৯টায় থানার ২য় তলার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। যুবক সুজন গাজীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজে পাঠান।
 টার্গেট ছিল ১০১ হত্যাকাণ্ডের, সিরিয়াল কিলার কে এই রসু খাঁ!
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মুন খাঁ ওরফে আবু খার ছেলে রসু খাঁ। পারভীন আক্তার হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁর দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। তবে অপর দুই আসামিকে ফাঁসির দণ্ডের পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
টাকা গুনে নেয়া সুন্নত’ বলে ঘুষগ্রহণ, সেই এসআই প্রত্যাহার
ঘুষের টাকা গুনে গুনে পকেটে নেয়া পুলিশের সেই এসআই মাহফুজুর রহমানকে চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।(১২ নভেম্বর) মঙ্গলবার ওই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। এর আগে সোমবার দুপুরে তাকে হাজীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়। সম্প্রতি হাজীগঞ্জে একটি দোকানে বসে সাদা পোশাকে এসআই মাহফুজুর রহমানের ঘুসের টাকা প্রকাশ্যে গুনে গুনে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এসআই মাহফুজুর রহমান স্থানীয় একটি দোকানের চেয়ারে খোশমেজাজে বসে আছেন। তিনি বলছেন, ‘১০ হাজার টাকা কইছি।’ পরে ঘুষ নেয়ায় এসআই মাহফুজুর রহমানকে চাঁদপুরের হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।
খালি বাসায় ফ্রিজের মাংস খেয়ে সব রুটে নিল চোর
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগী খান বাড়ির আবুল বাসার খানের খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্নাবান্না করে খেয়ে সব লুটে নিয়েছে চোরচক্র। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে এমন অবস্থা দেখেন আবুল বাসার দম্পতি। তিনি দাবি করেন, চোরচক্র ফ্রিজের মাংস, সেমাই ও ভাত রান্নাবান্না করে খেয়ে গেছে। বাসার সব আসবাবপত্র ভাঙচুর করে এলোমেলো রেখে যায়। বাসা থেকে দেড় ভরি স্বর্ণ, টিভি, জামা-কাপড়, মাংস, চিনি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার জিনিস চুরি হয়েছে।
পুরুষকে উলঙ্গ করে অশ্লিল ভিডিও ধারণ করে মুক্তিপণের দাবী, নারী সদস্য গ্রেফতার
চাঁদপুরে শামছুল হক গাজী নামে এক ব্যক্তিকে বিবস্ত্র করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়ায় ফারজানা আক্তার সাথী নামে অপহরণকারী এক নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। (৩১ ডিসেম্বর) সোমবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের একটি বাসা থেকে ডিবির এসআই মো. মিজানুর রহমান গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে আসেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম