মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড়ে রোববার (৩০ জুলাই ) সকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেন, ২০১৪ সালের নির্বাচনের মত এবারও সন্ত্রাস নৈরাজ্য শুরু করেছে বিএনপি জামায়াত। কিন্তু জনগণ তা ভালো ভাবে নিচ্ছে না। এধরণের কর্মকাণ্ডের কারণে জনগণের জানমাল হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
এরআগে ঘনিয়ারপাড় এলাকায় দোকানপাট এবং পথচারীদের মাঝে সরকারের উন্নয়ন লিফলেট বিতরণ করেন এমপি নুরুল আমিন রুহুল। পরে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মান্নান বেপারী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন, গজরা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাস ভৌমিক, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে বিএনপি জামায়াত দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে সুষ্ঠু নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে এবং জনগণের মেনডেড নিয়ে ক্ষমতায় আসতে হবে। বিএনপি বুজে গেছে জনগণ তাদেরকে ভোট দিবে না, তাই তারা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চাইছে। কিন্তু নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সঠিক সময়ে হবে। কারো জন্য নির্বাচন আটকে থাকবে না।
তিনি আরও বলেন, যখনই আওয়ামী লীগ দেশে উন্নয়ন করে তখনই তারা সহ্য করতে পারে না আর ষড়যন্ত্র শুরু করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা ভালো থাকব, দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/