
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের সময় দুই সপ্তাহ পিছিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পয়লা ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি এবারের অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণেই মেলা দুই সপ্তাহ পেছানো হয়েছে।
পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুনেছি।
করোনা মহামারির কারণে গত বছরের বইমেলা নিয়েও নানা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। যে কারণে ওই বছর নির্ধারিত সময়ে বইমেলা শুরু হয়নি।
ভাষার মাস পয়লা ফেব্রুয়ারির পরিবর্তে বিধিনিষেধের মাঝে স্বাধীনতার মাস মার্চে শুরু হয় গত বছরের অমর একুশে গ্রন্থমেলা। ১ মাস ১৭ দিন পিছিয়ে গতবারের মেলা শুরু হয় ১৮ মার্চ।
ফম/এমএমএ/