চাঁদপুর: বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি (বিসিডিএস) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা অত্যান্ত প্রান বন্তভাবে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় চাঁদপুর জেলার শত-শত ফার্মাসিস্টগন অংশ গ্রহন করেন। বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি (বিসিডিএস) চাঁদপুর জেলা ও ৮টি উপজেলার ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সভায় সমিতির সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে সরকার নির্ধারিত ঔষদের মূল্য থেকে শতকরা ৫% কমে ঔষধ বিক্রি করা হবে। পরবর্তীতে আগামী জুলাই মাস থেকে সরকার নির্ধারিত ঔষধের গায়ের এমআরপি মূল্যে ঔষধ বিক্রি করার সিদ্বান্ত গৃহিত হয়।
তিনি আরো বলেন,আগামী ১৫ জানুয়ারী থেকে ঔষধ কোম্পানী মেয়াদ উর্ত্তীন ঔষধ ফেরত না দেওয়া হয় তাহলে ইনভয়েজ থেকে মূল্য সমন¦য় করার সিদ্বান্ত গ্রহন করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারী থেকে চাঁদপুরের ঔষধের দোকান গুলোকে ২ভাগে বিভক্ত করে সপ্তাহের প্রতি শনিবার ঔষধের দোকান বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া প্রত্যেক উপজেলায় ও বাজার গুলোতে ড্রাগ লাইসেন্স বিহীন ঔষধের দোকানের লাইসেন্স করার জন্য সমিতির পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
তিনি আরো বলেন, অবৈধ ঔষধ ও মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি না করার জন্য সকল ব্যবসায়ীদের আহবান জানানো হয় এবং সকল ব্যবসায়ীদের এ সিদ্বান্ত বাস্তবায়ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির নিয়ম যারা না’মানবে তাদেরকে ১হাজার টাকা জরিমানা ও সমিতির পক্ষ থেকে তাদেরকে বয়কট করার সিদ্বান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাবের নিচতলার কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি (বিসিডিএস) চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি সুভাষ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল আমিন সাজু, সহ-সভাপতি মো: হুমায়ুন কবির খান,সিনিয়র সদস্য মো: নেহাল হোসেন মজুমদার,বিমল সেন,সদস্য তারিকুল ইসলাম মুকুল, মো. মিজানুর রহমান গাজী,মো: এনামূুল হক তালাল,মো: আলী হায়দার টিপু,মো: ফিরোজ, ফার্মাসিস্ট মো: মনির হোসেন, মো. ফারুক হোসেন, প্রভাত ভৌমিক, বাবু তপন সরকার,মো: হাফেজ,মো: আব্বাস হোসেন, মো. দেলোয়ার হোসেন,মো: আলাউদ্দিন মো: আণোয়ার হোসেন দেওয়ান, আলাউদ্দিন, এ জেড মুরাদ টিটু, আনিসুর রহমান, হোসেন সরকার, রনজিৎ দেবনাথ, মেহেদী হাসান। পরে সমিতির সকল সদস্য ও নেতৃবৃন্দকে দুপুরে সমিতির পক্ষ থেকে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. দেলোয়ার হোসেন এবং গীতা পাঠ করেন প্রভাত ভৌমিক।
ফম/এমএমএ/