১৫ আগস্টে নিহতের স্মরণে আলী দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া

চাঁদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদের স্মরণে ও রুহের  মাগফেরাত কামনা করে আলোচনা সভা,দোয়া ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় মধ্য তরপুরচন্ডী আলী দাখিল মাদ্রাসায় ১৫ আগষ্টের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ আরশাদ মোল্লা।

অত্র মাদ্রাসার সুপার  মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ওমর ফারুক আজমীর গাজী,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃসাইফুল তালুকদার,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হানিফ মজুমদার,সাধারণ সম্পাদক জি এম শামীম,তরপুরচন্ডী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মাসুদ গাজী প্রমুখ।এসময় ১৫ ই আগষ্টের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে   বক্তরা ছাত্র-ছাত্রীদের সামনে বঙ্গবন্ধু জীবনাদর্শ তুলে ধরেন।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে এগিয়ে যাবার অনুপ্রেরণা ও প্রত্যয় ব্যাক্ত করেন। ৭৫ এর ১৫ আগষ্টে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিব,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শাহাদাৎ বরনকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করানো হয়।

এছাড়াও দিনটি উপলক্ষে নেতৃবৃন্দরা মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন।

ফম/এমএমএ/

গাজী মোঃ ইমাম হাসান | ফোকাস মোহনা.কম