১৩ তম চতুরঙ্গ ইলিশ উৎসব ২০২১ : পাঁচ দিনের অতিথিসূচি ও সংবর্ধনা কার্যক্রম

চাঁদপুর: ২ অক্টোবর ২০২১ শনিবার, উদ্বোধক : ডাঃ দীপু মনি এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুখ্য আলোচক : অঞ্জনা খান মজলিশ জেলা প্রশাসক, চাঁদপুর সংবর্ধিত হবেন : ফারুক হোসেন, সরকারের সাবেক সচিব; শিশু সাহিত্যিক ও ছড়াকার এবং ডাঃ জে আর ওয়াদুদ টিপু দেশের প্রখ্যাত ডায়াবেটিক ফুট সার্জারি বিশেষজ্ঞ আলোচক : ইকবাল হোসেন পাটোয়ারী সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব আলোচক : সেলিম খান এমডি, সিনেবাজ ও ইলিশ উৎসবের টাইটেল স্পন্সর স্বাগত বক্তব্যঃ শহীদ পাটোয়ারী, উপদেষ্টা, চতুরঙ্গ সভাপ্রধান : অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার চেয়ারম্যান, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ।

৩ অক্টোবর রোববার, মুখ্য আলোচক : মোঃ মিলন মাহমুদ পুলিশ সুপার, চাঁদপুর সংবর্ধিত হবেন : অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল মেয়র, চাঁদপুর পৌরসভা ও সেলিম খান ব্যবস্থাপনা পরিচালক, ইয়র্ক ফ্যাশন, বিসিক চাঁদপুর আলোচক : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান চেয়ারম্যান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ রহিম বাদশা, সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাব মাহফুজুর রহমান টুটুল, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক, চাঁদপুর স্বাগত বক্তব্যঃ অ্যাড. বদিউজ্জামান কিরন উপদেষ্টা, চতুরঙ্গ সভাপ্রধান : কাজী শাহাদাত আহ্বায়ক, ১৩ তম চতুরঙ্গ ইলিশ উৎসব-২০২১।

৪ অক্টোবর সোমবার মুখ্য আলোচক : এম এ ওয়াদুদ, যুদ্বাহত বীরমুক্তিযোদ্বা ও কমান্ডার, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংবর্ধিত হবেন : অধ্যাপক অসিত কুমার নাট্য সংগঠক ও খ্যাতনামা গিটার শিল্পী ও রোটাঃ মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, হোটেল গ্যালাক্সি রিসোর্ট, কক্সবাজার আলোচক : আলহাজ্ব এম এ লতিফ মেয়র, শাহরাস্তি পৌরসভা মোঃ সাইফুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক, সেবা হোল্ডিংস লিঃ স্বাগত বক্তব্যঃ তপন সরকার, উপদেষ্টা, চতুরঙ্গ সভাপ্রধান : তোফায়েল আহাম্মদ শেখ সদস্য সচিব, ১৩তম চতুরঙ্গ ইলিশ উৎসব ২০২১।

৫ অক্টোবর মঙ্গলবার,  মুখ্য আলোচক : আবু নঈম পাটওয়ারী দুলাল বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মালেক দেওয়ান, মৎস্যজীবী প্রতিনিধি, চাঁদপুর মানিক দেওয়ান, মৎস্যজীবী প্রতিনিধি চাঁদপুর সংবর্ধিত হবেন : শান্তি রক্ষিত, প্রবীণ সংগীত প্রশিক্ষক আলোচক : রোটাঃ মোঃ শবে-বরাত সাধারণ সম্পাদক, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি স্বাগত বক্তব্যঃ মোঃ মহসীন পাঠান, বীর মুক্তিযোদ্বা ও উপদেষ্টা, চতুরঙ্গ সভা প্রধানঃ অজিত সাহা, বীর মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা, চতুরঙ্গ।

৬ অক্টোবর বুধবার, মুখ্য আলোচক : প্রকৌশলী মোহাম্মদ হোসাইন মহাপরিচালক, পাওয়ার সেল সংবর্ধিত হবেন : শারমীন আক্তার জুঁই নারী উদ্যোক্তা ও সংগঠক আলোচক : রোটাঃ মাহমুদা খানম সভাপতি, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব শাহ আলম মল্লিক, মৎস্যজীবী প্রতিনিধি পরেশ মালাকার, সংস্কৃতিসেবী ও সমাজ সেবক স্বাগত বক্তব্যঃ মোঃ আলমগীর হোসেন বাহার শিক্ষাবীদ ও উপদেষ্টা, চতুরঙ্গ সভাপ্রধান : জসিম উদ্দিন শেখ জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম