চাঁদপুর: চট্টগ্রাম বিভাগীয় পযায়ের ফুটবল খেলায় খালি হাতে ফিরলেন চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৭ দলের ( বালক- বালিকা) ফুটবলাররা। জেলা ফুটবল দলের টিম মানেজারের দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম।
বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শারিরীক শিক্ষা কলেজ মাঠে রাঙ্গামাটি জেলা দলের সাথে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নিয়েছিলো চাঁদপুর জেলা ফুটবল দল। কোচের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর পাটওয়ারী ও আমিন মোল্লা।
চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা বালিকা দলের সাথে ২-০ গোলে হেরে গেলেও রাঙ্গামাটি জেলা বালকের খেলায় নামতেই পারেনি চাঁদপুর জেলা অনুধ্ব ১৭ দলের কোন ফুটবলারাই। চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়দের বয়স বেশি থাকার কারনেই সুযোগ মিলেনি বিভাগীয় পযায়ের ফুটবল খেলাতে অংশগ্রহণ করতে পারেনি।
চাঁদপুর জেলা বালক দলের খেলোয়াড়রা ছিলেন : মিরাজুল, মিহাজুল, মেরাজ, ফাহাম্মেদ কবির, রায়হান গাজী, বিক্ষাতুল,নাঈম, প্রান্ত, সোহাগ, তন্ময়, আরমান, সাব্বির, শাওন, নাঈম, সাব্বির (২), জোবায়ের, সবুজ, শান্ত, আছিম।
চাঁদপুর জেলা বালিকা দলের খেলোয়াড়রা ছিলেন:-জাকিয়া আক্তার, আবিদা সুলতানা , লামিয়া জাহান, ফারহানা ইসলাম, সত্নিকা ঘোষ, ফাতেমা আক্তার, অজুফা আক্তার, নুরজাহান, মিম আক্তার, মাসরুম আক্তার, মারজাহান, মেঘলা, মনিকা চৌধুরী, জুই আক্তার, ইভা আক্তার, তামান্না আক্তার ও সুরাইয়া আক্তার।
উল্লেখ্য মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ফুটবল খেলায় অংশ নেওয়া চাঁদপুর জেলা অনুধ্ব ১৭ দলের ( বালক- বালিকা) ফুটবলারদের কে বিদায় দেন।
ফম/এমএমএ/