
চাঁদপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃৃত্যু বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে মিলাদ ও খিছুড়ি বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই বিকেলে জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের পুরাণবাজার ওসমানিয়া মাদরাসা জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ আবু নোমান।
পরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে খিচুরি বিতরণ করেন জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মদ মহসীন খান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মোহাম্মদ মহসীন খান বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তিনি দুরদর্শীতায় সকল বিরোধীতা উপেক্ষা করে পল্লীবন্ধু উপজেলা ব্যবস্থা কার্যকর করেছিলেন। রাস্তা-ঘাট থেকে শুরু করে দেশের প্রকৃত উন্নয়ণ করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য মো. দেলোয়ার খান, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. সেন্তু বেপারী, সাধারণ সম্পাদক মো. সিরু ছৈয়াল, সহ-সভাপতি আলী মুন্সি, সদস্য জামাল দেওয়ান, খলিল সরকার, জয়নাল মিয়া, মো. সাগর মিয়া, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. নূরুজ্জামান কালু, চান্দ্রা ইউনিয় জাতীয় পার্টি নেতা মো. সফিক শেখ, আব্দুল রহিম শেখ, মোক্তার শেখসহ আরো অনেকে।
ফম/এমএমএ/