হুমকি-ধমকি তারাই দেয়, যাদের ভোট নেই ভোটারদের প্রতি আস্থা নেই

---- ডা. শামছুল হক ভূঁইয়া

হাইমচর (চাঁদপুর): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনের ঈগল প্রতীকের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া হাইমচর উপজেলার নীলকমল এবং গাজীপুর ইউনিয়নের চরাঞ্চলের তৃণমূল ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নীলকমল ইউনিয়নের ঈশানবালা, চেয়ারম্যান বাজার, গাজীপুর ইউনিয়নের মনিপুরচর ও হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন।

এসব নির্বাচনী সমাবেশে বক্তব্যে ড. শামছুল হক ভূঁইয়া বলেন, যারা ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি-ধমকি দিচ্ছেন, ব্যানার-পোস্টার ছিড়ে ফেলছেন এবং ভোট কেন্দ্র দখল করে ভোট কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন আমি বলবো তারা ভোট বর্জনকারীদের সাথে হাত মিলিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার কথা শুনলে ও নেত্রীর কথা মান্য করলে এসব কাজ করতে পারতেননা।

তিনি আরও বলেন, হুমকি-ধমকি তারাই দেয় যাদের ভোট নেই ও ভোটারদের প্রতি আস্থা নেই। আপনাদের কাছে অনুরোধ ৭ জানুয়ারী নির্বাচনে আপনারা বিচারক হিসেবে ঈগল প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করবো। আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই, শুধু বাকী জীবনে মুরব্বিদের সম্মান ও ছোটদের স্নেহসহ আমনাদের জন্য কিছু করে যেতে চাই।

ড. শামছুল হক ভূঁইয়া বলেন, রাজনীতি হচ্ছে মানুষের সেবা করার প্লাটফর্ম। যার রাজনীতির নামে হাইমচর উপজেলার চরাঞ্চলের সাধারণ মানুষের জমি অবৈধভাবে দখল করে নগর গড়েছে, আমি নির্বাচিত হলে প্রকৃত মালিককে তাদের ভূমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং চরাঞ্চলের মানুষের দুক্ষ দুর্দশা লাগব করার চেষ্টা করবো।

তিনি ভোটারদের অনুরোধ করে বলেন, নির্বাচনে প্রত্যেকটি ভোটার কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবেন। এতে যদি বাঁধা দেওয়া হয় তাহলে প্রশাসনসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা যা বলে তা করে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরপেক্ষ শান্তুপূর্ণ সুষ্ঠু ভোটগ্রহন করতে শেখ হাসিনা অঙ্গীকার বদ্ধ।

সাহেবগঞ্জ বাজারে নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান গোলদারের সভাপতিত্বে এবং হাইমচর ইউনিয়নের আ.লীগ নেতা বাবুল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, নীলকমল ইউনিয়নের নির্বাচন পরিচালনা আহ্বায়ক ফারুক মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল পেদা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদিন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদা আখন্দ, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. খালেদ মোশারফ, হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সাবেক ছাত্রনেতা বাবু জমাদার, শাহজালাল আখন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কাজী জাফর, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন জমাদার, শ্রমিক লীগ নেতা শাহীন জমাদার প্রমূখ। গণসংযোগ ও পথসভায় প্রবীণ তৃণমুল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণের অংশগ্রহণ করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম