হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ হলো টাইগারদের

হার দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি শেষ হলো টাইগারদের। বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচেও হারলো বাংলাদেশ ক্রিকেট দল।

আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আইরিশদের কাছে ৩৩ রানে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।

বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের টোটকা নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামে টাইগাররা। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড।
৯ দশমিক ৪ ওভারে ৭৮ রানে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরমধ্যে স্পিনার নাসুম আহমেদ ১টি ও পেসার তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।
এরপর ৬২ বলে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটি গড়েন আয়ারল্যান্ডের দুই ব্যাটার গ্যারেথ ডেনলি ও হ্যারি টেক্টর। যার সুবাদে ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

ডেনলি ৫০ বলে অনবদ্য ৮৮ রান করেন। ৩টি চার ও ৮টি ছক্কা মারেন তিনি। টেকটর ১টি চারে ২৩ বলে ২৩ রান করেন। বাংলাদেশের নাসুম ৩৩ রানে ১টি এবং তাসকিন ২৬ রানে ২ উইকেট নেন। আইপিএল খেলে আসা মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন।

১৭৮ রানের জয়ের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ৮ বলে ৫ রানের মধ্যে দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাসকে হারায় টাইগাররা। নাইম ৩ ও লিটন ১ রান করেন। চার নম্বরে ব্যাট হাতে এবারও ব্যর্থ হয়েছেন মুশফিক। করেন ৪ রান। ভালো শুরু করেও ১৭ রানে আটকে যান আফিফ হোসেন।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচের মত এবারও রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার। ২টি চার ও ১টি ছক্কা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৩৭ রান করেন সৌম্য।

সতীর্থদের ব্যর্থতার মাঝে মারমুখী মেজাজে ছিলেন উইকেটরক্ষক নুরুল হাসান। তবে তার ছোট ইনিংসে বাংলাদেশ হার এড়াতে পারেনি। ১৭তম ওভারে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন নুরুল। ৬টি চারে ২৪ বলে ৩৮ রান করেন তিনি।

শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের মার্ক আডাইয়ার ৩৩ রানে ৩ উইকেট নেন।
এ ম্যাচেও খেলেননি নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আইপিএলে ব্যস্ত থাকায় এখনও দলের সাথে যোগ দেননি অলরাউন্ডার সাকিব আল হাসান।

দুই প্রস্তুতিমূলক ম্যাচ শেষে এবার বিশ্বকাপের আসল লড়াইয়ে নামবে বাংলাদেশ। বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামীকাল শুক্রবার ওমানে ফিরবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুুদুল্লাহর দল। এরপর ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ফম/এমএমএ/

স্পোর্টস ডেস্ক | ফোকাস মোহনা.কম