
চাঁদপুর: বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাকিব কাজী ও রাহাত আখন্দের উপর কিশোরগ্যাং ফরহাদ শেখ ওরফে কুর্ট্রি,বাপ্পি, সায়েম ও রাহুল কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার (১৪ মে ) বিকেলে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী সহ এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানাযায়, গতকাল ১৩ মে মঙ্গলবার পরীক্ষা শেষে ভুক্তভোগীরা বাড়ি ফেরার পথে তাদের কে ফরক্কাবাদের স্থানীয় ঐ কিশোর গ্যাংরা আটক করে এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর সন্ত্রাসী কায়দায় অর্তকীত হামলা চালায়। হামলাকারীরা ঘটনার কিছু দিন পূর্বেও এক পরীক্ষার্থী কে টেনে হেঁচড়ে তাকে রামদা, চাপাতি তার মাথায় তাক করে ভয় দেখিয়ে বলে তুই আমার কাছে মাপ চাইবি এবং আমাকে বাপ ডেকে এখান থেকে যাবি। তখন ঐ শিক্ষার্থী জানের ভয়ে হামলাকারী দেরকে পা’ ধরে এবং বাপ ডাকলে পুরো ঘটনাটি হামলাকারীরা তাদের মোবাইলে ভিডিও ধারন করে রাখে।
এই ঘটনা আহত রাকিব কাজী ও রাহাত আখন্দকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।স্থানীয়রা জানায় জুনিয়র ও সিনিয়রের আধিপত্যকে কেন্দ্র করেই মূলত এই ঘটনার সৃষ্টি হয়।
ফম/এমএমএ/

