চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসেন টিটুর আনারস মার্কার দিনব্যাপি গনসংযোগ অব্যাহত রয়েছে।
বুধবার (৩ নভেম্বর) ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের রাজারহাট, বকসিলা, শীল বাড়ি, মিজি বাড়ি, ভূঁইয়া বাড়ি, বেপারী বাড়ি, হাওলাদার বাড়ি, বেড়িবাঁধসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গনসংযোগ তিনি করেন। এ সময় মোজাম্মেল হোসেন টিটু ভোটারদের ধারে ধারে গিয়ে আনারস মার্কার ভোট চান।
মোজাম্মেল হোসেন টিটু ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান। শুধু নির্বাচন নয়, আমি সবসময় আপনাদের পাশে থেকে সুখে দুঃখে সেবা করার চেষ্টা করেছি। আমার পিতা লনি গাজীও এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আপনাদের সেবা করেছেন। আমিও আপনাদের সেবা করতে চাই।
আগামী ১১ নভেম্বর আপনারা আপনাদের মূল্যবান ভোট আনারস মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তাহলে আমি জয়যুক্ত হয়ে আপনাদের সেবা করতে পারবো।
ফম/এমএমএ/