হাত আমাদের দেহের মধ্যে একটা অন্যতম অঙ্গ : ডিসি চাঁদপুর

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস চাঁদপুরে উপলক্ষ্যে আলোচনা সভা 

চাঁদপুর: “জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সবার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, আমরা আজ একটি ডেমোনেস্ট্রেশন করেছি, আসলে হাত ধোঁয়া দিবসটি হচ্ছে যে, আসলে আমাদের দেহের মধ্যে হাত একটা অন্যতম অঙ্গ। আমরা বিভিন্ন সময়ে, বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হই যেমন ডায়রিয়া, আমাশয় এর বড় একটা পারসেন্ট কিন্তু আমাদের হাতের মাধ্যমেই এইসব রোগে বেশি আক্রান্ত হই ,মোট কথা জীবাণুটা হাতের মাধ্যমে আমাদের মুখে যায়। আমরা যারা সচেতন, যারা একটু বড় তারা কিন্তু খেয়াল করে, যত্ন করে হাত ধুই। বাচ্চারা কিন্তু সেভাবে পারেনা তাই আমরা বড় যারা আছি তারা যদি বাসায় গিয়ে ছোটদের আজকে যেভাবে হাত ধোঁয়া দেখানো হলো নিয়ম মেনে যদি হাত ধোঁয়া শিখাতে পারি কমপক্ষে ২০ সেকেন্ড বা সাতবার হাত ভালো মতো ধুই তাহলে কিন্তু সম্পুর্ন জীবাণু মুক্ত হয়।
তিনি আরও বলেন, একজন কর্মক্ষম মানুষ যদি আক্রান্ত হয়ে কর্মহীন হয়ে যায়, তাহলে কিন্তু তার অর্থনৈতিক অবস্থা বাধাগ্রস্ত হয়। এমনও হয় একটা পরিবার না খেয়ে থাকার উপক্রম হয়ে যায় এবং এর যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে কিন্তু রোগীর মারাত্মক অবস্থা ধারণ করে। তাই আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা অন্তত কিছু জীবাণু থেকে নিরাপদে থাকতে পারি। আসুন আমরা  এই দিবসের শ্লোগান “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” কে ধারন করে একটি সুস্থ পরিবেশ তথা সমাজ গড়ে তুলি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার মনিরুল ইসলাম,দৃষ্টি প্রতিবন্ধী কার্যালয়ের কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষারতৃবৃন্দ।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম