হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সভা শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফুড লাভারর্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লিা ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।

এ ছাড়াও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বিদ্যুৎ ও জ¦ালানি বিশেষজ্ঞ, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাাইন ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলালউদ্দিন মিয়াজীকে উপদেষ্টা হিসেবে সম্মানিত করা হয়েছে।

সাধারণ সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এস এম চিশতী, সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দ্যা ডেইলি অবজারভার’র হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ হাবীবউল্যাহ, নয়াদিগন্তের হাজীগঞ্জ প্রতিনিধি কাজী হারুন, প্রিয় চাঁদপুরের প্রকাশক সাইফুল ইসলাম, ইত্তেফাকের হাজীগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন শামীম, আজকের পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, দেশরুপান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি পাপ্পু মাহমুদ, দৈনিক সংবাদের হাজীগঞ্জ প্রতিনিধি সুজন দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মেহেদি হাছান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাছান, প্রচার রেজাউল করিম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জসিম, সদস্য খোরশেদ আলম, সুব্রত বাপ্পি, মুজিবুর রহমান রনি প্রমূখ।

সাধারণ সভায় প্রধান উপদেষ্টা ড. মো. আলমগীর কবির পাটওয়ারী ও উপদেষ্টা আলহাজ্ব হেলালউদ্দিন মিয়াজীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল আজাদ | ফোকাস মোহনা.কম