হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপরে কাজী বজলুর রহমান পাঠাগারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ মডেল সরকারি মডেল সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু ছাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংবর্ধিত অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, কলেজ (সাধারণ) শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মালেকা পারভীন ও ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম মজুমদার, শিক্ষক প্রতিনিধি শাহজাহান মুন্সি, জহিরুল ইসলাম প্রমূখ।
হাজীগঞ্জে বিদায়ী ইউএনও রাশেদুল ইসলামকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সংবর্ধনা : হাজীগঞ্জে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ইউপি চেয়ারম্যানগণ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা), শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়াসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার লোকজন। সোমবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, মো. নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, একেএম মজিবুর রহমান ও গিয়াস উদ্দিন বাচ্চু।
শুভেচ্ছা জানান, ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) সভাপতি মো. সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র ভৌমিক, সদস্য আবুল কালাম তপাদার, আবুল বাসার মুন্সি, রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
এরপর হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের মরহুম কাজী বজলুল হক গ্রন্থাগারে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অধ্যক্ষ মো. আবু ছাইদের নেতৃত্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে অনুভূতি প্রকাশ করেন বক্তব্য দেন, সংবর্ধিত অতিথি, অধ্যক্ষসহ সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ (সাধারণ) শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মনিকা দেবনাথ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, বলাই চন্দ্র দে, মো. শাহজাহান মুন্সীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে সংবধনা প্রদান করে হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়া। এসময় আখড়ার সভাপতি দিলীপ কুমার সাহা ও সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুনের নেতৃত্বে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন, সংবর্ধিত অতিথি ও আখড়ার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনুষ্ঠানর বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, আখড়া কমিটির পক্ষে সঞ্জয় কর্মকার, সমির লাল দত্ত, রাধাকান্ত দাস রাজু, শ্যামল সাহা প্রমুখ। সংবর্ধনায় প্রবীর কুমার সাহা ফটিক, তপন কুমার পাল, বিধু ভূষণ রায় সুজন, রতন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. রাশেদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে গত বছরের ৭ এপ্রিল হাজীগঞ্জে যোগদান করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক বছরের বেশি দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইসির (নির্বাচন কমিশন) নির্দেশনায় বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে ইউএনও মো. রাশেদুল ইসলামকে কক্সবাজার জেলার কুতুবদীয়া উপজেলায় বদলি করা হয়েছে। তিনি রোববার (১০ ডিসেম্বর) হাজীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং সোমবার বেলা দুইটার দিকে হাজীগঞ্জ থেকে নতুন কর্মস্থল কুতুবদিয়ার উদ্দ্যেশ্যে রওনা দেন।
ফম/এমএমএ/