হাজীগঞ্জ বাজারে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পন্যের মূল্য তালিকা না থাকা এবং ভোক্তার অধিকার লঙ্ঘন করায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় বাজার তদারকির অংশ হিসেবে হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে।

এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে কেক বিস্কুটে খুচরা মূল্য ও মেয়াদ লিখা না থাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়া এবং মুদি দোকানের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে বাজারের ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদেরকে পরবর্তীর জন্য সতর্ক করে দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ থানা পুলিশ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম