হাজীগঞ্জ প্লাজার দ্বিতীয় তলায় জুতা বাজারের উদ্বোধন

হাজীগহ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে ‘জুতা বাজার’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদের পক্ষে ফিতা কেটে জুতা বাজারের উদ্বোধন করেন, কমপ্লেক্সের আইন উপদেষ্টা ও হাজীগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ।

জুতা বাজারের সত্ত্বাধীকারী গনেশ আইচের সভাপতিত্বে ও পরিচালক জুয়েল আইচের উপস্থাপনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩নং ওয়ার্ড কমিশনার জিসান আহমেদ সিদ্দিকী, বড় মসজিদ কমপ্লেক্সের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন রাজু, সহকারী আইন উপদেষ্টা বোরহান উদ্দিন, সহ-কালেক্টর রাকিব হোসেন, সাকিব হোসেন ও রিহান।

উল্লেখ্য, হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ প্লাজার দ্বিতীয় তলায় জুতা বাজারে ইতালিয়ান ব্যান্ড ‘লোটো’, চাইনিজ ব্যান্ড ’লোটাস’সহ দেশি-বিদেশী বিভিন্ন ব্যান্ডের উন্নত ও মানসম্পন্ন জুতার বিশাল সমাহার নিয়ে পসরা সাজিয়েছে। পাদুকা ব্যবসায়ী হিসেবে জুতা বাজারের সত্ত্বাধীকারী গনেশ আইচের দীর্ঘ ত্রিশ বছরের অভিজ্ঞতা রয়েছে।
ফম/এমএমএ/

মহিউদ্দিন আল-আজাদ | ফোকাস মোহনা.কম