হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১শ’ ১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন করে কোনো করারোপ ছাড়াই আরোপিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১শ’ ১৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২৫০ টাকা এবং মোট ব্যয় ১১২ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ২৫০ টাকা। যা পৌরসভার ইতিহাসে বৃহত্তম বাজেট।
সোমবার (৮ জুলাই) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম তার দ্বিতীয় মেয়াদে নবম এবং বর্তমান পরিষদের চতুর্থ বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণার পূর্বে বক্তব্যের শুরুতেই তিনি সম্প্রতি হাজীগঞ্জের একজন নবীন সংবাদকর্মী ও পৌরসভার কর্মচারীর মৃত্যুতে শোকপ্রকাশ করে সমবেদনা জানান। এরপর তিনি পৌরসভার সামগ্রিক বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
মেয়র বলেন, যে, কাজ করে তাকে নিয়ে, আলোচনা-সমালোচনা থাকবেই। তবে সমালোচনাটা যদি সঠিক হয়, তাহলে আপত্তি নেই। বিষয়টি আপনারা বিবেচনা করবেন।
ঊক্তব্য শেষে তিনি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে সর্বমোট আয়ের মধ্যে নিজস্ব (রাজস্ব) খাতে আয় ধরা হয়েছে, ৩০ কোটি ৩ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা। এর মধ্যে নিজস্ব রাজস্ব তহবিল ২৪ কোটি ৬২ লাখ ১ হাজার ২৫০ টাকা এবং পানির রাজস্ব আয় ৫ কোটি ৪১ লাখ ৪৫ হাজার টাকা।
রাজস্ব খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে নিজস্ব রাজস্ব ব্যয় ২৩ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা এবং পানির রাজস্ব ব্যয় ৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।
রাজস্ব বাজেটে মোট উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৪১ লাখ ৭১ হাজার ২৫০ টাকা। এর মধ্যে রাজস্ব তহবিলে ৮৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা ও পানি রাজস্ব তহবিলে ৫৭ লাখ ১৫ হাজার টাকা।
অপর দিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে, ৮৭ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকা। এর মধ্য উন্নয়ন তহবিল ৫ কোটি ১৬ লাখ ১১ হাজার টাকা, মূলধন তহবিল ৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প হিসাব (আইইউজিআইপি) ৭০ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ৩ কোটি ৬১ লাখ ৬৮ হাজার টাকা ও লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) ৪ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা।
উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা। তার মধ্যে উন্নয়ন তহবিল ৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা, মূলধন তহবিল ২ কোটি ৬০ লাখ টাকা, প্রকল্প হিসাব (আইইউজিআইপি) ৬৯ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ২ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ও লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) ৪ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
বাজাটে উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা। তার মধ্যে উন্নয়ন তহবিল ৬১ লাখ ৬১ হাজার টাকা, মূলধন তহবিল ৫২ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প হিসাব (আইইউজিআইপি) ৮৩ লাখ ৬৫ হাজার টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ৮৬ লাখ ৫৮ হাজার টাকা ও লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) ৪২ লাখ ৪০ হাজার টাকা।
বাজেট ঘোষনার পূর্বে বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, টিলসিসির সদস্য মো. হারুন অর রশিদ প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, বাস টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. ফয়সাল আহমেদ।
বাজেট পরবর্তীতে প্রশ্নত্তোর পর্বে সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, মোহাম্মদ হাবীব উল্যাহ ও জহিরুল ইসলাম জয় প্রমুখ।
এসময় প্যানেল মেয়র- ২ আজাদ হোসেন, প্যানেল মেয়র-৩ রোকেয়া বেগম, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলমসহ সুধীজন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/