হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৩ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ আগস্ট ) দুপুরবেলা কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন রতন ও স্বপন কুমার পাল,অভিভাবক সদস্য শামছুজ্জামান মুন্সী।

সহকারী অধ্যাপক তোহিদা আক্তারের উপস্থাপনায় আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক নাজমা আক্তার, শ্রীকৃষ্ণ দে, মো. সেলিম পাটওয়ারী, ইংরেজি বিভাগের প্রভাষক ইব্রাহীম গাজী। এসময় বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাফওয়ান আবরার, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রঞ্জিতা পাল, মানবিক বিভাগের শিক্ষার্থী মো: রাকিবুল হাসান,অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান।

বক্তব্য শেষে পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখায় নির্বাচনী পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বারজনকে পুরস্কার প্রদান করা হয়।

এরপর পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী হাফেজ আজহারুল ইসলাম। এসময় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোরশেদ আহমদ মজুমদার,প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা সদস্য মোঃ দেলোয়ার হোসেন মজুমদারসহ সকল শিক্ষক ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম